সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়
বিজ্ঞান ও প্রযুক্তির এ বিশ্বে এবং বৈপ্লবিক পরিবর্তনের এ যুগে কৃষি নির্ভর বাংলাদেশের দক্ষিণ জনপদের মনোরম, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে যুগোপযোগী শিক্ষা এবং দেশবাসীর ভালবাসায় লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন হলো সন্ন্যাসী পশুরবুনিয়া রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় । সবুজ শ্যামল ও গ্রামীন পরিমন্ডলে প্রায় ২ একর এলাকা নিয়ে গড়ে ওঠেছে এ বিদ্যালয় চত্তর। হাটি হাটি পা পা করে গড়ে ওঠা এ ইতিহাস।
উক্ত বিদ্যালয় এস এস সি(বিজ্ঞান,মানবিক ও বানিজ্য শাখা) কারিগরি শাখায় (মেকানিক ও ইলেকট্রিক) শাখায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অবস্থান :
মোরেলগঞ্জ সদর উপজেলা থেকে মাত্র ৭ কিলোমিটার দক্ষিনে দৃষ্টিনন্দন ক্যাম্পাসটি অবস্থিত।
যাতায়াত ব্যবস্থা :
রাজধানী ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার দুরে অবস্থিত হলেও বাস যোগে রাজধানীর সাথে এর রয়েছে অত্যন্ত সুন্দর যাতায়াত ব্যবস্থা।
ভৌত সুবিধা:
কলেজের এ সুন্দর চত্তরে আছে ০২ একাডেমিক ও ০১টি প্রশাসনিক ভবন, তিনশতেরও বেশি বইসহ অত্যাধুনিক লাইব্রেরী। ছাত্র-শিক্ষকদের মধ্যে সোহার্দপূর্ণ সংযোগের লক্ষ্যে রয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্র। খেলার মাঠ, একটি শহিদ মিনার । অধিকন্তু দুস্প্রাপ্য গাছ-গাছালির এক বিশাল ও ইর্ষণীয় সংগ্রহ নিয়ে গড়ে ওঠেছে ক্যাম্পাসের শ্যামল ও প্রাকৃতি পরিবেশ।
জনবল :
প্রধান শিক্ষক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বর্তমানে ২২ জন শিক্ষক, ৪ জন অফিস সহায়ক ও কর্মচারী এ প্রতিষ্ঠান সকলের কাছে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।